বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:৫১ এএম
ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। অপর দুই মহানগর কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি। সেই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি বিলুপ্ত করার কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিও বিলুপ্তি করা হয়েছে।
এছাড়াও সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করা এসব কমিটির নতুন কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলা হলেও আন্দোলনে ব্যর্থতা এবং নেতাদের নিষ্ক্রিয়তার কারণেই মূলত বিএনপির চার মহানগর কমিটি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করার কথা বলছে দলের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন