Advertise top
রাজনীতি

বরিশালে ৬ দফা দিবস পালন

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৯:০৯ পিএম     আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:১১ পিএম

বরিশালে ৬ দফা দিবস পালন
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূস্পার্ঘ অর্পণ

বরিশালে যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন। 

 

নগরীর সোহেল চত্বরের জেলা ও মহানগর দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার,৭ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

 

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পূস্পার্ঘ অর্পণ করেন।

 

 

এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে একে একে কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পূস্পার্ঘ  অর্পন করেন।

 

উল্লেখ্য,১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙ্গালী জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপি তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

 

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী,ঢাকা ও নারয়নগঞ্জে তৎকালীন পুলিশ ও ইস্টবেঙ্গল রেজিমেন্ট (ইপিআরের) গুলীতে মনু মিয়া, শফিক ও সামসুল হক সহ ১১ জন শহীদ হন।

 

এর পর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের গণঅভ্যুথানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙ্গালী জাতি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal