Advertise top
আদালত-অপরাধ

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৩, ০৪:০৮ পিএম     আপডেট : ২৮ আগষ্ট ২০২৩, ০৬:৩৫ পিএম

ড. ইউনূসের বিরুদ্ধে ১৮ শ্রমিকের মামলা, সমন জারি

 

শ্রমিকদের মুনাফার টাকা না দিয়ে পাচারের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের হয়েছে। ১৮ জন শ্রমিক আজ সোমবার সকালে তাদের পাওনা মুনাফার দাবি নিয়ে ঢাকার শ্রম আদালতে এই মামলা করেন।

 

ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা আজ শুনানি শেষে তাঁর বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে হবে ড. ইউনূসকে।

 

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন বলেন, ২০০৬ সালের আগে যারা কর্মে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ১৮ জন আজ শ্রম আদালতে মামলা করেছেন। আদালত সমন দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।

 

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়েছে।

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal