Advertise top
পরিবেশ

চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৬:৪৩ পিএম    

চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দর বন্ধ
বরিশাল বিমান বন্দর। ফাইল ফটো

 

অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিকর প্রভাব এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর থেকে সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঢাকা থেকে কলকাতাগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

আবহাওয়া অধিদফতরের বুলেটিন পর্যবেক্ষণ করে এরপরে নতুন সিদ্ধান্ত জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ। রবিবার, ২৬ মে দুপুর ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। 

 

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহা বিপৎসংকেত দেখানোর পর ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব এড়াতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণ করে ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন, বিমানবন্দরের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।

 

এছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রবিবার কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ ঘোষণা করা করেছে।

 

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানান।

 

এছাড়া বরিশাল বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: সময় অনলাইন


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal