Advertise top
রাজনীতি

 ‘সেই লোক আমি নই’

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:০৬ পিএম

 ‘সেই লোক আমি নই’
কর্মী-সমর্থকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় এসএম জাকির হোসেন

‘ভোটের পরে খবর নেই, সেই লোক আমি নই’ বলে মন্তব্য করেছেন সদ্য সমাপ্ত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীক নিয়ে  প্রতিদ্বন্দ্বিতা করা    চেয়ারম্যান প্রাথী ও বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

 

তিনি বলেন, ‘বরিশাল সদর উপজেলাবাসী আমার আত্মার আত্মীয়। আপনারা আমার নির্বাচনে যে অবদান রেখেছেন তা কখনো ভোলার নয়। ইনশাআল্লাহ, আপনাদের সুখে-দুঃখে সব সময় আমাকে পাশে পাবেন’।

 

বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে সোমবার নির্বাচন পরবর্তী মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকদের সাথে মতবিনিময় সভায় এসএম জাকির হোসেন এ কথা বলেন।

 

চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক সভায় সভাপতিত্ব করেন।  

 

এসময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর নেতৃত্বে সকলকে সাথে নিয়ে সদর উপজেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্র্বতি দেন এসএম জাকির হোসেন।

 

মতবিনিময় সভার আগে এবং শেষে চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসা ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এসএম জাকির হোসেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal