বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৮:৩৫ পিএম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “রবীন্দ্রনাথের জীবনদর্শন ও মানবভাবনা” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।
বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করে বাংলা বিভাগ। প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
প্রধান অতিথি উপাচার্য বলেন, যত বেশি সময় গড়িয়ে যাচ্ছে তত বেশি রবীন্দ্রনাথ আমাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছে । রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা অথবা উপন্যাস বহুমাত্রিকতা ছাঁপিয়ে বাংলা সাহিত্যে অবিরাম জ্যোতি ছড়িয়ে যাচ্ছে।
বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, পম্পা রানী মজুমদার ও প্রভাষক তাইয়্যেবুন নাহার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইনের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন