বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৫:৩৫ পিএম আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:৩৬ পিএম
বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আব্দুল মালেক। তিনি ভোট পেয়েছেন ১৯, ৮০৭টি।
অfবদুল মালেক সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। এসএম জাকির পেয়েছেন ১৭ হাজার ৪১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ২৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।
বরিশাল সদর উপজেলা পরিষদের একটি কক্ষে রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী ভোটের এই ফলাফল ঘোষণা করেন।
বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়ের ৬৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৪ হাজার ৪৩২ জন। এরমধ্যে বৈধ ভোট ছিল ৭০,৫০০টি, বাতিল ভোট ৩৯৩২টি। অর্থাৎ ৩৬ দশমিক ১০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে ফলাফল সিটে জানিয়েছেন জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন