Advertise top
খেলা

বিশ্বকাপ: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শেষ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম    

বিশ্বকাপ: বাংলাদেশ

 

ওয়ানডে বিশ্বকাপ শুরুর বাকি ৪০ দিন। এর মাঝে শুরু হয়ে গেছে দর্শক উন্মাদনা। বিশ্বকাপে আগামী ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের টিকিট বিক্রি (সোল্ড-আউট) শেষ হয়ে গিয়েছে মাত্র ৩৮ মিনিটেই। ভারতীয় এক গণমাধ্যম এমনটা জানিয়েছে।

 

শুক্রবার, ২৫ আগস্ট থেকে থেকে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার, ২৪ আগস্ট থেকেই অনলাইনে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে পারছেন মাস্টারকার্ড-ধারীরা।

 

ভারতীয় সংবাদমাধ্যম আজতাক জানিয়েছে, শুক্রবার, ২৫ আগস্ট ভারত ছাড়া অন্য দলের ওয়ার্ম-আপ এবং মূলপর্বের ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। রাত ৮টায় নির্ধারিত সংস্থার ওয়েবসাইট খোলা মাত্রই তা ‘ক্র্যাশ’ করে যায়। প্রায়  চল্লিশ মিনিট পরে ফের ওয়েবসাইট খোলে। কিন্তু কিছু সময়ের মধ্যেই ইডেনে অনুষ্ঠেয় পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের টিকিট ‘সোল্ড আউট’। এই ম্যাচটি হবে ১১ নভেম্বর।

 

সংবাদমাধ্যমটি আরও জানায়, পাকিস্তান-বাংলাদেশ ম্যাচও রয়েছে কলকাতায়। মাত্র ৩৮ মিনিটের মধ্যেই ম্যাচটির সব টিকিট শেষ হয়ে গেছে। এছাড়া কলকাতায় রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা লড়াইও। সেই ম্যাচের এখনও ছাড়েনি আয়োজকরা। ইডেনে অনুষ্ঠিত হবে একটি সেমিফাইনাল ম্যাচও। বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ পেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। অধিকাংশ ক্ষেত্রেই টিকিটের বিপুল চাহিদা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

সিএবি’র এক কর্মকর্তা জানান, ‘ইডেনে আসনসংখ্যা ৬৭ হাজার। তার মধ্যে ২৬ হাজার মেম্বার্স টিকিট রয়েছে। তাছাড়া সেনাবাহিনী, পুলিশ, দমকল, আইসিসি এবং বিসিসিআইকেও নির্ধারিত সংখ্যায় টিকিট দিতে হবে। সে কারণে অনলাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা কম।’


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal