Advertise top
শিক্ষা

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম     আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে

 

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

 

এই খবরে দারুণ খুশি এলাকাবাসী। আনন্দে ভাসছেন শিক্ষার্থীরা।

 

পিরোজপুরের এই বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত অনুষদ, বিভাগ ও জনবল নিয়োগসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, অর্জন ও অংশগ্রহণমূলক পাঠদান নিশ্চিত করার জন্য কোনো বিষয়ে সর্বোচ্চ ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়।

 

সূত্র আরও জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং প্রয়োজনীয় জনবল অনুমোদন দেওয়া হয়।

 

শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে ইউজিসি। পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন ড. কাজী সাইফুদ্দিন।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal