Advertise top
রাজনীতি

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, চতুর্থ পাঠক: হানিফ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ আগষ্ট ২০২৩, ০৯:০৮ পিএম     আপডেট : ২৪ আগষ্ট ২০২৩, ০৯:৪৮ পিএম

জিয়াউর রহমান স্বাধ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেননি, চতুর্থ পাঠক ছিলেন। তবুও তারা (বিএনপি নেতারা) তাকে ঘোষক বলেন। গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

 

হানিফ বলেন, মিথ্যার উপর ভর করে এই দলের (বিএনপি) জন্ম। খালেদা জিয়ার জন্মদিন নিয়ে মিথ্যাচার, খালেদা জিয়াকে মির্জা ফখরুল প্রথম নারী মুক্তিযোদ্ধা ছিলেন বলে বেড়ান, এখানেও মিথ্যাচার। আসলে উনি ছিলেন ক্যান্টনমেন্টে আয়েশে। আবার ফখরুল সাহেবরাই তারেক জিয়াকেও বলেন শিশু মুক্তিযোদ্ধা।

 

তিনি বলেন, বিএনপি সরকারের সম্পৃক্ততা ছিল বলেই গ্রেনেড হামলার মামলা নেয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাধা দেয়া হয়। ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয় নানান নাটকের মাধ্যমে।

 

আওয়ামী লীগের এ নেতা বলেন, নাটক তারা সাজিয়েছিলেন কিন্তু তদন্তের মাধ্যমে সব বেরিয়ে এসেছে, নাটক করেও পার পায়নি তারা।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal