বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৭:১৬ পিএম আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৭:১৭ পিএম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে দেরিতে ডাক্তার আসা নিয়ে রোগীর এক স্বজনের নামে তর্কাতর্কি ও মারধরের অভিযোগ তোলেনে এক ডাক্তার। এ ঘটনায় জিহাদ হাওলাদার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন হাসপাতালের ডাক্তাররা।পরে তাকে কারাগারে পাঠানো হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, উজিরপুর থেকে স্ট্রোকের এক মুমূর্ষু রোগীকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই রোগীকে চিকিৎসক দেখার সময় এক স্বজন ভিডিও করায় তর্কাতর্কি হয়। উত্তেজনার এক পর্যায়ে দু’পক্ষে হাতাহাতি হয়। রোগীর স্বজন মেডিসিন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. তরিকুলকে মারধর করেছেন। ওই মুহূর্তে যাকে ঘটনাস্থলে পাওয়া গেছে, তাকেই পুলিশে দেওয়া হয়েছে। সে কিশোর কিনা তা পুলিশ এবং আদালত বুঝবেন।
এ ঘটনা ঘটে সোমবার, ২৫ মার্চ রাতে। জিহাদের নানা শাহাজাহান রাঢ়ি (৭০)স্ট্রোক করার পর মুমূর্ষু অবস্থায় হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। ওই ঘটনার পর সোমবার, ২৫ মার্চ রাতেই তাঁকে রাজধানীর নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন