Advertise top
রাজনীতি

বরিশাল মহানগর ছাত্রদল সহ সভাপতিকে সংগঠন থেকে অব্যাহতি

বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম    

বরিশাল মহানগর ছাত্রদল সহ সভাপতিকে সংগঠন থেকে অব্যাহতি
মহানগর ছাত্রদল সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক। ছবি: বরিশাল নিউজ

বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ,  বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন তিনি।

 

ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার, ২১ মার্চ এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সোমবার, ১৮ মার্চ তারিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলো।

 

জানা গেছে, ছাত্রদল নেতা তরিক ফেসবুকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে পোস্ট করেন। এ ঘটনায় তাকে বহিষ্কার করা হয়।

 

অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম তরিক জানান, তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার ষড়যন্ত্রের শিকার। তার সঙ্গে জড়িত বরিশালে কয়েকজন লোভী নেতা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal