Advertise top
শিক্ষা

‘অবন্তিকার মৃত্যু আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যা: ছাত্রফ্রন্ট

বরিশাল নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম     আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:৪৪ পিএম

‘অবন্তিকার মৃত্যু আত্মহত্যা নয়,কাঠামোগত হত্যা: ছাত্রফ্রন্ট
অবন্তিকার মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি: বরিশাল নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ অবন্তিকার মৃত্যুকে আত্মহত্যা নয়, কাঠামোগত হত্যা বলে মন্তব্য করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগর শাখা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সোমবার, ১৮ মার্চ অনুষ্ঠিত সমাবেশে এ দাবি করেন সংগঠনের নেতারা।

 

সমাবেশে অবন্তিকাকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বায়ক ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার, স্কুল বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ফারহান, সদস্য রেজওয়ান হোসেন সিয়াম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি বরিশাল কলেজ শাখার সদস্য ঐশী হালদার, এ কে স্কুল শাখার সংগঠক সোহান শরীফ প্রমুখ।

 

সমাবেশে তারা বলেন,অবন্তিকা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেও কোনো বিচার পাননি বরং সহকারী প্রক্টর দ্বীন ইসলাম অভিযোগ করার জন্য তাকে অফিসে ডেকে হয়রানি করেছেন যা তিনি আত্মহত্যার আগে তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

 

সমাবেশ শেষে এক মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal