Advertise top
শিক্ষা

ববিতে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৪:৫৯ পিএম     আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। ছবি: বরিশাল নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শুদ্ধাচার বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে বৃহস্পতিবার, ১৪ মার্চ সকাল ১০:৩০ টায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। রেজিস্ট্রারের কার্যালয় আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ সচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট মো. আসাদুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ও নৈতিকতা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট মো. মোস্তাক আহমেদ। কোর্স পরিচালক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং কোর্স সমন্বয়কারী ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মো. বাহাউদ্দিন গোলাপ। ৪দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় শুদ্ধাচার বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। কর্মশালাটি বুধবার, ২০ মার্চ শেষ হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal