Advertise top
শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপণ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৬:৫৯ পিএম     আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:০০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন। ছবি: বরিশাল নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে  বৃহস্পতিবার, ৭ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। 

 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। এ সময় উপাচার্য  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের ভিত্তিমূল। এ ভাষণ বাঙালির দেশপ্রেম জাগ্রত করার প্রেরণা। বঙ্গবন্ধু তাঁর এ ভাষণের মধ্যদিয়ে সমগ্র বাঙালিকে একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। এ ভাষণের মাধ্যমে সবকিছুকে ছাপিয়ে বঙ্গবন্ধু পৌঁছে গিয়েছিলেন বাঙালির প্রতিটি শিরা-উপশিরায়, প্রতিটি বাঙালির মস্তিষ্কে। 

 


উপাচার্য  এসময় আরও বলেন, ৭ মার্চের ভাষণ আজ পুরো বিশ্ববাসীর সামনে মুক্তির সনদ। যেখানেই নিপীড়িত মানুষের কথা, যেখানেই যুদ্ধ, যেখানেই নিষ্পেষিত হয় কোন জাতি বা রাষ্ট্র সেখানেই মুক্তির বাণী হতে পারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

 

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম এবং রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal