Advertise top
খেলা

পঞ্চমবারের মত বিপিএলের ফাইনালে কুমিল্লা

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ পিএম    

পঞ্চমবারের মত বিপিএলের ফাইনালে কুমিল্লা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

 

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১৮৫/৬, ২০ ওভার (নিশাম ৯৭*, নুরুল ৩০, রাসেল ২/৩৭)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৮৬/৪, ১৮.৩ ওভার (লিটন ৮৩, হৃদয় ৬৪, ফারুকি ২/২৭)।

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে জয়ী।

 

আজ টুর্নামেন্টে প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ৬ উইকেটে হারিয়েছে সোহানের রংপুর রাইডার্সকে। এর আগে ২০১৫, ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে ফাইনাল খেলেছে কুমিল্লা।

 

কুমিল্লার কাছে হারলেও, এখনও ফাইনালে ওঠার সুযোগ থাকছে রংপুরের। টুর্নামেন্টের নিয়মনুযায়ী প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। এজন্য আগামী ২৮ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মাঠে নামবে রংপুর। ঐ ম্যাচের বিজয়ী দল ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ হবে। আজ বিকেলে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে বরিশাল।



মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal