Advertise top
রাজনীতি

ওবায়দুল কাদেরের অবাক লাগা!

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম    

ওবায়দুল কাদেরের অবাক লাগা!
ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সাথে ওবায়দুল কাদেরের মতবিনিময়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার অবাক লাগে, যখন দেখি মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে অসুস্থতার অজুহাতে জনগণের কাছে যাননি, মার্কিন প্রতিনিধিদল দেশে আসায় লাঠি ভর করে সেখানে গেছেন। তাদের কাছে গেছেন নালিশ করতে। নালিশ করা তাদের রাজনীতি পুরনো অভ্যাস।

 

ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে সোমবার,২৬ ফেব্রুয়ারি দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, নালিশ করবে জনগণের কাছে। জনগণের কাছে নালিশ করার চাইতে বিদেশিদের কাছে নালিশ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

সূত্র: ইত্তেফাক



মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal