বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ আগষ্ট ২০২৩, ০৭:০৮ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে রবিবার, ২০ আগস্ট ঢাকা ছেড়েছেন। ২২ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে জিএম কাদেরের এই দিল্লি সফর বলে দলীয় সূত্রে জানা গেছে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে জিএম কাদেরের। এ ছাড়া ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
ভারত সফরে জিএম কাদেরের সঙ্গে তার সহধর্মিণী, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলাও রয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপিসহ দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে জিএম কাদেরকে বিদায় জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন