Advertise top
রাজনীতি

নির্বাচনের আগে মাঠ খালি করছে সরকার: মির্জা ফখরুল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ আগষ্ট ২০২৩, ০৭:০৮ পিএম     আপডেট : ২০ আগষ্ট ২০২৩, ০৯:১৬ পিএম

নির্বাচনের আগে মাঠ
মির্জা ফখরুল ইসলাম

 

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচনের আগে বিরোধীদলকে মাঠ থেকে সরিয়ে আবার ক্ষমতায় থাকতে চায়।

 

এই কারণে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

 

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলের ৬ নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। আজ অস্ত্র উদ্ধারের কথা বলা হলো। অস্ত্রের ছবি দেখিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রাগৈতিহাসিক আমলের অস্ত্র। আজ ডিবি পুলিশ ব্রিফিং করে বলেছে, বিএনপি নির্বাচন বানচাল করতে অস্ত্র জমা করছে। পুলিশের লোকজন এখন রাজনৈতিক ভাষায় কথা বলছে।

 

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী পার্টি। অবৈধ সরকারের নির্দেশে পুলিশ এসব করছে। আমরা বারবার বলেছি, রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য বাহিনী একইভাবে কাজ করছে। আমাদের কাছে তথ্য আছে, প্রয়োজনে আমরা দেখাব। বিচারপতিদের বলা হচ্ছে, দ্রুত সাজার রায় দিতে। তারা পুরো মাঠ খালি করে দিতে চায়।’


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal