Advertise top
বিদেশ

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে চিন্তিত নয় রাশিয়া

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম    

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে চিন্তিত নয় রাশিয়া
ডিক্যাবে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। ছবি: সংগৃহীত

জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক করতে চাওয়াকে জেলেনস্কির ভণ্ডামি বলেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। তিনি বলেন, ওই বৈঠকে নিজের ফর্মুলা নয় বরং জেলেনস্কি পশ্চিমা ফর্মুলা দেবেন। 

 

এই বৈঠক নিয়ে রাশিয়া চিন্তিত নয় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।

 

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার,১৫ ফেব্রুয়ারি ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন (ডিক্যাব)-এর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

 সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে রাশিয়া সবসময় সমর্থন করে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, আমাদের অবস্থান হচ্ছে বাংলাদেশ কী করবে সেটি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর বলা উচিত নয়। বাংলাদেশিরা ঠিক করবে কার সঙ্গে কীভাবে সম্পর্ক রাখবে এবং এটি বাংলাদেশের ইচ্ছার ওপর নির্ভর করবে। বাংলাদেশে হস্তক্ষেপ করা তাদের উচিত নয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal