Advertise top
রাজনীতি

নির্বাচন বাতিলের দাবিতে বরিশাল বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৯ পিএম    

নির্বাচন বাতিলের দাবিতে বরিশাল বিএনপির লিফলেট বিতরণ
বিএনপির লিফলেট বিতরণ। ছবি:বরিশাল নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিসহ সরকারের পতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে পথচারী, ব্যবসা প্রতিষ্ঠান,বাজার,যানবাহনসহ বিভিন্নস্থানে মহানগর বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ করা হয়।

 

নগরীর চৌমাথা মারকার্স মসজিদ প্রাঙ্গন এলাকা থেকে সকালে মহানগর বিএনপি আহবায়ক মো.মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের সমন্বয়ে নবগ্রাম রোড, হাতেম আলী কলেজ সড়ক, চৌমাথা বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তারা।

 

এ সময় মহানগর বিএনপির মনিরুজ্জামান খান ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।

 

তিনি বলেন এই সরকার বাজার নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছে।এই অবৈধ সরকার জোড় করে প্রশাসনের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। 

 

তাই বিএনপি তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে রাজপথ ছেড়ে ঘড়ে ফিরে যাবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal