Advertise top
বাংলাদেশ

মিয়ানমারের সেনা সদস্যদের বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭ পিএম    

মিয়ানমারের সেনা সদস্যদের বৃহস্পতিবার ফেরত পাঠানো হবে

মিয়ানমারের অভ্যন্তরে রাষ্ট্রীয় জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত বিদ্রোহীদের চলমান সংঘর্ষে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিলেন বিজিপিসহ ৩৩০ জন সদস্য। তাদের ১৫ ফেব্রুয়ারি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম বুধবার, ১৪ ফেব্রুয়ারি এ তথ্য জানান।

 

তিনি জানান, জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপিসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন সদস্যকে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

 

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, ১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে কক্সবাজার ইনানীর নৌবাহিনী জেটিঘাটে তাদের হস্তান্তর করা হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal