বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম আপডেট : ১৯ আগষ্ট ২০২৩, ১০:৪৪ এএম
বরিশাল নগরীর জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড নামে একটি সিগারেট কোম্পানির অফিস থেকে ডাকাতরা প্রায় এক কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকার সিগারেট লুট করে। পুলিশ ঘটনার চারদিনের মাথায় অধিকাংশ সিগারেট উদ্ধার, তিন ডাকাত গ্রেপ্তার ও একটি ট্রাক জব্দ করেছে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
পুলিশ কমিশনার বলেন, গত ১৩ আগস্ট রাতে কোম্পানির ডাকাতরা নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে রেখে সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজের ইনচার্জ শফিকুল কাদের বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত অধিকাংশ মালামালসহ বহনকারী ট্রাক জব্দ করেন। ডাকাতকে গাজীপুর ও কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন