বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৩, ০৬:০৮ পিএম আপডেট : ১৮ আগষ্ট ২০২৩, ১২:২৪ এএম
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৩৮০ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার .৫৯%। এছাড়া পিরোজপুর থেকে বহিস্কার হয়েছেন একজন পরীক্ষার্থী।
২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯৬৭ জন পরীক্ষার্থী। সে বছর অনুপস্থিতির হার ছিল ১.৫৮%।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বোর্ডের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছেন।
এবছর শিক্ষা বোর্ডে অধীনে ১৩১ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজার ৫৭১ জন । আর পরীক্ষা দিয়েছেন ৬৪ হাজার ১৯১ জন।
গত বছর ১২৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬১,১৩৩ জন। পরীক্ষা দিয়েছিলেন ৬০,১৬৬ জন। গত বছরও একজন বহিস্কার হয়েছিলেন।
এদিকে পরীক্ষার শুরুর পর পরই বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম নগরীর বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, অধ্যক্ষ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রফেসর ড. এহতেসাম উল হক, অধ্যক্ষ বরিশাল সরকারি মহিলা কলেজ মোঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রফেসর মু. মোস্তফা কামাল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন