বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ পিএম
রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক তিন মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঙ্গলবার, ৩০ জানুয়ারি বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেছেন, পল্টন থানার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবী এবং রমনা থানার এক মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেন আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম। এছাড়া, পল্টন ও রমনা থানার দুই মামলায় নথি না থাকায় জামিন শুনানি হয়নি।
এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রাজধানীর পল্টন থানার তিন মামলায় এবং রমনা থানার দুই মামলায় জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন। শুনানিকালে জহির উদ্দিন স্বপনকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ২ নভেম্বর দিবাগত রাতে গুলশানের বাসা থেকে সাবেক এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন