বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে মঙ্গলবার,৩০ জানুয়ারি। সংসদ অধিবেশন চলাকালে সার্বিক নিরাপত্তায় সতর্ক পাহারায় থাকবে পুলিশ।
অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান রবিবার, ২৮ জানুয়ারি এক আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানান।
আদেশে সোমবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন