বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ‘পটুয়াখালীর কুয়াকাটা হবে একটি বিশ্বমানের পর্যটনকেন্দ্র। এখানে বিমান বন্দর হবে। আগামীর কলাপাড়া হবে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। সে লক্ষ্যে কাজ করা হবে।’কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে শনিবার পৌর আওয়ামী লীগ ও পৌর মেয়রের আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও মতবিনিময় সভায় মহিববুর রহমান এসব কথা বলেন।
সভায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান কুয়াকাটার দুটি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
পরে সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার আয়োজনে দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন