বাসস
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আজ বুধবার, ২৪ জানুয়ারি সন্ধ্যায় সরকারি সফরে জার্মানিরফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।তিনি ফ্রাঙ্কফুর্টের আম্বিয়ান্তে ফেয়ারে যোগদান করবেন।
জাহাঙ্গীর কবির নানক মেলায় অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন এবং মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
এছাড়াও জার্মানির ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
সফরে জুট ডাইভারসিফিকেশন প্রমোশান সেন্টার (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন।
তিনি আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন