Advertise top
খেলা

নারী ফুটবলারদের বেতন বাড়াল বাফুফে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৬ আগষ্ট ২০২৩, ১১:০৮ পিএম    

নারী ফুটবলারদের বে

 

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ১০ মাস সেই দাবি পূরণ করতে পারেনি বাফুফে। মাঝখানে ঘটেছে নানা ঘটনা। বেতনের দাবি তুলে মেয়েরা অনুশীলন বর্জন করেছিলেন।

 

অবশেষে নারী ফুটবলারদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে বাফুফে। শীর্ষ পর্যায়ের ৩১ ফুটবলারের সঙ্গে আজ বাফুফে ভবনের সভাকক্ষে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করে বাফুফে। ৬ মাসের এই চুক্তি কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।

 

সাবিনাদের দাবি ছিল মাসে ৫০ হাজার টাকা করে বেতন। সাবিনাসহ ১৫ ফুটবলারকে মাসে ৫০ হাজার টাকা করেই বেতন দেবে বাফুফে। ১০ জন বেতন পাবেন ৩০ হাজার টাকা করে। বাকি ৬ ফুটবলারের ৪ জনের ২০, ২ জনের ১৮ হাজার।

 

অধিনায়ক সাবিনা খাতুন আগে বেতন পেতেন ২০ হাজার। বাকিরা পেতেন ১০ হাজার টাকা করে। এখন ৫০ হাজার টাকা করে যাঁরা বেতন পাবেন, তাঁদের মধ্যে ১৪ জনের বেতন বাড়ল ৫ গুণ। সাবিনার বাড়ল আড়াই গুণ।

 

অনুষ্ঠানে সাংবাদিকেরা নামগুলো জানতে চান। কাজী সালাউদ্দিন তখন বলেন, পরে জানানো হবে। বাফুফে অফিসে পরে জানতে চাইলে নামগুলো প্রকাশ করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজি হননি। এ নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবশ্য নামগুলো প্রকাশ করে বাফুফে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal