Advertise top
পরিবেশ

কুয়াশা হটিয়ে সূর্যের দেখা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম    

 কুয়াশা হটিয়ে সূর্যের দেখা
রৌদ্রজ্জোল বরিশাল। ছবি: বরিশাল নিউজ

দক্ষিণাঞ্চলে গত তিন-চার দিন ধরে কুয়াশায় ঢাকা ছিল পথ-প্রান্তর। এর সাথে হিমেল হাওয়া প্রচন্ড শীত বয়ে নিয়ে আসে। আজ সোমবার, সকাল থেকেই ছিল কুয়াশাকে হটিয়ে রোদে ভরে যায় প্রকৃতি। তবে রোদের প্রখরতা খুব বেশি ছিল না। হিমেল হাওয়ায় রোদ যেন অনেকটা কাবু হয়ে গেছে।

 

সূর্যের দেখা পেয়ে বরিশালের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিতে শুরু করেছে। সকালে থেকে জেলার বিভিন্ন সড়কে আগের কয়েকদিনের চেয়ে লোকজনের ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে। লোকজন বাড়ির বাইরে বের হয়েছেন। নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বরিশালের আকাশ মেঘলা হলেও সকাল থেকে কিছুটা রোদের দেখা মিলেছে। তবে উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল হাওয়ায় শীত তেমন কমেনি।

এ অঞ্চলে বজ্রবৃষ্টি হওয়ায় সম্ভাবনার কথাও জানান তিনি। এছাড়া সোমবার ভোরে থেকে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াস হয়।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal