Advertise top
রাজনীতি

জিনিসপত্রের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে মুনাফাখোরেরা: চরমোনাই পীর

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম     আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম

জিনিসপত্রের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করছে মুনাফাখোরেরা: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: বরিশাল নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। চাল-ডাল,আটা,চিনি,ভোজ্যতেল,শিশুখাদ্য ও শাক-সবজির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একদল মুনাফাখোর।

 

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই একথা বলেন। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট গোষ্ঠী বাজার দর বৃদ্ধিতে মানুষ অনেক কষ্টে জীবন-যাপন করছে উল্লেখ করে তিনি বলেন, ব্রয়লার মুরগি,চাল,ডাল,ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের আকাশচুম্বীতে জনমতে চরম উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প, মধ্যম আয়ের মানুষের দুঃখ-দুর্দশার কূল-কিনারা থাকবে না।

 

তিনি বলেন, কঠোর হস্তে সিন্ডিকেট ভেঙে দিয়ে কালোবাজারিদের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal