Advertise top
বাংলাদেশ

সততার পুরস্কার পেলেন বরিশালের জাহিদ ফারুক শামীম

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ পিএম       

সততার পুরস্কার পেলেন বরিশালের জাহিদ ফারুক শামীম
বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। ফাইল ফটো

বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফা দায়িত্ব পেতে যাচ্ছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। গত ৭ জানুয়ারি বরিশালের গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি।

 

বুধবার এমপি হিসেবে শপথ গ্রহণের পরপরই আলোচনায় আসে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবারও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। সন্ধ্যার পরে জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদে দেখা যায় প্রতিমন্ত্রীর নামের তালিকায় জাহিদ ফারুক শামীমের নাম।

 

গত ৫ বছর নিরালস পরিশ্রম এবং সততার সাথে দায়িত্ব পালন করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ ডিসেম্বর বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জাহিদ ফারুকের সততার কথা বলে গেছেন।

 

জাহিদ ফারুককে দ্বিতীয় দফা প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তের খবরে বরিশালে তাঁর কর্মী-অনুসারীরা দারুণ খুশি। বরিশালে বিভেদের রাজনীতিতে না জড়িয়ে গত পাঁচ বছর নিরবে কাজ করে গেছেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal