Advertise top
বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছেন: উপদেষ্টা মাহফুজ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম    

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করা হলে দেশে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং 'জুলাই বিপ্লব' ব্যর্থ হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যারা 'জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে' নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করছে, তারা 'ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবে।'

উপদেষ্টা মাহফুজ আলম আজ রবিবার সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এই কথাগুলো লেখেন। যদিও তিনি তাঁর পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করেননি, তবে এর আগে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।'

তিনি আরও জোর দিয়ে বলেন, 'সমাজে, রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।' উপদেষ্টা মাহফুজ আলম তাঁর পোস্টে তাসাওফপন্থী, ফকির, বাউলসহ ভিন্নমতাবলম্বীদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal