Advertise top
নির্বাচন

বরিশাল-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকা প্রার্থী জাহিদ ফারুক

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ পিএম     আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ পিএম

বরিশাল-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী নৌকা প্রার্থী  জাহিদ ফারুক
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক । ছবি: বরিশাল নিউজ

দ্বাদশ সংসদ নির্বাচনে  বরিশাল-৫ সদর আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম। রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম রবিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।

 

ফলাফল অনুযায়ী, ১৭৬টি কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।

 

এরফলে জাহিদ ফারুকের বিজয় এসেছে ৬২ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে।

 

এই আসনে ৬জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস নির্বাচনের মাঝপথে এসে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। অন্য প্রার্থীদের মধ্যে ট্রাক মার্কার সালা্হ উদ্দিন রিপন  জোড়েশোরে প্ররচাণা করেন। শেষের দিকে এসে তাকে সমর্থন দেন প্রার্থীতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার নির্দেশে তারেই অনুসারীরা ট্রাক মার্কার পক্ষে প্রকাশ্যে প্রচারণা করেন। এছাড়া অন্যদের  প্রচারণা বলতে গেলে  ছিল না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal