Advertise top
নির্বাচন

বরিশালের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্মিলিত মহড়া

বরিশাল নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম    

 বরিশালের আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত মহড়া
বরিশালের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্মিলিত মহড়া

বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কে আজ শনিবার বিকালে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্ট গার্ড, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার সদস্যদের সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সম্মিলিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

নগরীর নগরীর আমতলা মোড় থেকে বের হওয়া মহড়াটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশের দোকানের ক্রেতা-বিক্রেতা এবং পথচারীরা দাঁড়িয়ে  মহড়া দেখেন।

 

আগামীকাল রবিবার, ৭ জানুয়ারি ভোট।  তাই নির্বাচনকে উৎসবমুখর করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই এই মহড়া চালানো হয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।

 

মহড়া শেষে বিএমপি কমিশনার জিহাদুল কবির সাংবাদিকদের বলেন, বরিশালের নির্বাচন সুষ্ঠু হবে। এখানে সহিংসতার কোনো স্থান নেই।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal