Advertise top
শিক্ষা

রিয়াক্ট!

বরিশাল নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম       

রিয়াক্ট!
বরিশাল বিশ্ববিদ্যালয়

এক সহপাঠীর ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছেন আরেক সহপাঠী। এই নিয়ে প্রথমে ম্যাসেঞ্জারে কথা কাটাকাটি, পরে সামনাসামনি মারামারি। এই ঘটনাটি ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

 

ঘটনার পাঁচদিন পরে শনিবার রাতে এই দুই শিক্ষার্থীর মারামারির ঘটনা ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণেরমাধ্যমে মিটিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি শনিবার রাতে অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে অভিযুক্ত দুই শিক্ষার্থী একে অন্যের কাছে নিঃশর্ত ক্ষমা চান। ওই ঘটনায় চোখে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীকে চিকিৎসা ব্যয় বাবদ ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত সহপাঠী।

 

ববির প্রক্টর ড.মো.আবদুল কাইয়ুম শনিবার সন্ধ্যায় আলোচিত ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তাঁর কার্যালয়ে ডাকেন। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. তানভীর কায়সার।

 

প্রক্টর ড.মো.আবদুল কাইয়ুম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বিচারহীনতার সংস্কৃতির ইতি টানা হবে। কোনো ঘটনার বিচার হবে না এমনটা আর হতে দেয়া হবে না।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal