Advertise top
রাজনীতি

নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা জাপার ২ প্রার্থীর

বরিশাল নিউজ

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম       

নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা জাপার ২ প্রার্থীর
জাতীয় পার্টির (জাপা) ইকবাল হোসেন তাপস ও খলিলুর রহমান। ছবি: বরিশাল নিউজ

আওয়ামী লীগের প্রার্থীদের প্রতি ইসির পক্ষপাতিত্ব আছে এমন অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই প্রার্থী।

 

এই দুই প্রার্থী  রবিবার,৩১ ডিসেম্বর বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ রজনীগন্ধা কমিউনিটি সেন্টার হল রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। 

 

তাঁরা হলেন,বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) ও বরিশাল-৫ (সদর) আসনের ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলা) আসনের খলিলুর রহমান।

 

তাপসের আসনে নির্বাচন করছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন (বরিশাল-২), আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক (বরিশাল-৫) ও ধীরেন্দ্রনাথ শম্ভু (বরগুনা-১)।

 

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তারা সরকার নিয়ন্ত্রিত।

অপর প্রার্থী খলিলুর রহমান বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।

 

প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হলেও গত শনিবার,৩০ ডিসেম্বর পর্যন্ত জাতীয় পার্টির এই দুই প্রার্থী ইকবাল হোসেন তাপস ও  খলিলুর রহমানকে নিজ নিজ সংসদীয় আসনে প্রচারণায় দেখা যায়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal