Advertise top
রাজনীতি

বরিশালে আওয়ামী লীগে নির্বাচনী জনসভা শুরু

বরিশাল নিউজ

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম    

বরিশালে আওয়ামী লীগে নির্বাচনী জনসভা শুরু
বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল

বরিশালে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। তিনি আজ শুক্রবার, ২৯ ডিসেম্বর বেলা একটার দিকে বরিশাল পৌঁছে সার্কিট হাউসে যান। বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

 

তিনি বেলা ১১টার দিকে ঢাকা থেকে যাত্রা করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।প্রধানমন্ত্রী বরিশাল পৌঁছার পরপরই পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় জনসভা।

 

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রথম বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ ছাড়া জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়েছেন। এদিকে শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহকারে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal