বরিশাল নিউজ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
বরিশালে চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ ঘটনায় একজনকে আটক করার কথাও জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার বলেন, গত নভেম্বরে বরিশালের বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো এবং চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জিডির পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে জানিয়েছেন ওয়াহিদুল ইসলাম। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন