Advertise top
রাজনীতি

অভিযোগের বিষয় ‘কৌশল’

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম       

 অভিযোগের  বিষয় ‘কৌশল’
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন।

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন। ট্রাক মার্কায় নির্বাচন করছেন। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে তার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে কৌশলে বাধা দেওয়া অভিযোগ করেছেন। বৃহস্পতিবার বিকালে ইউপির লোহার পোল এলাকায় ওই বৈঠক আয়োজন করা হয়।

 

কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে পিকনিকের আয়োজন করায় তাদের শায়েস্তাবাদ বাজারে বৈঠক করতে হয়েছে।

 

সালাউদ্দিন রিপন অভিযোগ করেন, আমি উঠান বৈঠক করার জন্য প্রশাসনের কাছে অনুমতি নিয়েছি। কিন্তু সেখানে ইউনিয়নের মধ্য চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কথা উল্লেখ করিনি। এ সুযোগ নিয়ে সেখানে পিকনিকের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

 

অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পিকনিকের অন্যতম আয়োজক মো. আশিক মাহমুদ হিমু বলেন, আওয়ামী লীগের আয়োজনে নয়। এটা এলাকাবাসীর পিকনিক। অনেক দিন আগে এর আয়োজন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস থেকে অনুমতি নিয়ে পিকনিক করা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal