বরিশাল নিউজ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম

আপিল বিভাগের চেম্বার আদালতে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহর আবেদনের শুনানির তারিখ আগামী ২ জানুয়ারি ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ দিন ধার্য করেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন মো.খুরশীদ আলম খান। তিনি বলেন, হাইকোর্টের আদেশের পর প্রার্থিতা ফিরে পেয়েছিলেন সাদিক আবদুল্লাহ। কিন্তু সেই আদেশ স্থগিত চেয়ে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে গত মঙ্গলবার চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। সেই স্থগিতাদেশ তুলে নিতে একটি আবেদন করেছি। এ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য হয়েছে।
সাদিক আবদুল্লাহর দ্বৈত নাগরিকত্ব নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন