Advertise top
নির্বাচন

বরিশালে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল, বহাল জাহিদ ফারুক

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পিএম     আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম

বরিশালে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল, বহাল জাহিদ ফারুক
স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি: বরিশাল নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। একই আসনে প্রার্থীতা  বহাল রয়েছে আওয়ামী লীগের প্রার্থী  জাহিদ  ফারুক শামীমের।

 

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুক্রবার, ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত আপিল শুনানীতে সাদিকের প্রার্থিতা বাতিল করে ইসি।

 

দৈত্ব নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী  ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ  ফারুক। অপরদিকে,  পোষ্য সন্তানের সম্পদের বিবরণ, স্ত্রীর নামে আমেরিকায়বাড়ী ও এনআরসি ব্যাংকের মাধ্যমে আমেরিকায় টাকা পাচারের অভিযোগে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন সাদিক আবদুল্লাহ।

 

ইসিতে দাখির করা তথ্যমতে, আমেরিকার নিউইয়র্কে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভোটার নম্বর ৪১০৯০৪০০৭। ঠিকানা ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেজ, নিউ ১১৪২৭। তাঁর স্ত্রী লিপি আবদুল্লাহর নিউইয়র্কে ভোটার নম্বর ৪১০৯১৪০৮৮। স্ত্রীর নামে নিউইয়র্কে বাড়ির ঠিকানা ৮৯-৬৮, ২১৫ প্লেস, কুইন্স ভিলেজ, নিউ ১১৪২৭, ব্লক ১০৬৫৮।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal