Advertise top
রাজনীতি

ঝালকাঠি-১, ‘হেভিওয়েট কে ঠিক হবে ব্যালটে ‘

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ পিএম    

ঝালকাঠি-১, ‘হেভিওয়েট কে ঠিক হবে ব্যালটে ‘
নৌকা প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। ছবি: বরিশাল নিউজ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকার প্রার্থী এখন ব্যারিস্টার শাহজাহান ওমর। প্রায় ৪৫ বছর ছিলেন বিএনপিতে। ২৮ অক্টোবরের মহাসমাবেশের ঘটনায় গ্রেপ্তার হন। এরপর জেল থেকে বেরিয়ে সোজা নৌকায় চড়ে বসেন। ওই দিনই শাহজাহান ওমরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

 

এই আসনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। ২২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন।

 

মনিরুজ্জামান মনিরের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার অফিসে বাতিল হয়েছিল। মঙ্গলবার, ১২ ডিসেম্বর আপিল শুনানীতে প্রার্থিতা ফিরে পান তিনি। এদিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, আপনার এলাকায় নৌকার মনোনয়ন যিনি পেয়েছেন তিনি তো হেভিওয়েট প্রার্থী। মনির বলেন, ‘আগামী ৭ জানুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে রায় দেবেন কে হেভিওয়েট আর কে হেভিওয়েট প্রার্থী না।’

 

মনির আরো বলেন, ‘অন্য দল থেকে এসে নৌকা পাওয়া প্রার্থীকে হেভিওয়েট মনে করি না।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal