বরিশাল নিউজ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
বরিশাল জেলার ছয় আসনে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ৪৫ জন। হলফনামার তথ্যানুযায়ী, এদের মধ্যে ১২ জনের নামে অতীতে ছিল, যেগুলোতে তারা খালাস পেয়েছেন নয়তো নিষ্পত্তি বা প্রত্যাহার হয়েছে। আর ছয়জনের নামে বর্তমানে ফৌজদারি আইনে মামলা চলমান।
বাকি ২৭ জনের নামে অতীত ও বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। এরা হলেন:
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সাত জন কখনো মামলার মুখোমুখি হননি। এরা হলেন: কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অপর প্রার্থী মো. জহুরুল ইসলাম, জাকের পার্টির স্বপন মৃধা, এনপিপির সাহেব আলী, তৃণমূল বিএনপির মো. শাহজাহান সিরাজ, জাতীয় পার্টির রজিত কুমার বাড়ৈ, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হকসহ সাতজনের নামে অতীত ও বর্তমানে কোনো মামলা নেই।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এ আসনের নয় প্রার্থীর মধ্যে ছয় জনের নামে অতীত ও বর্তমানে কোনো মামলা নেই। এরা হলেন: তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আজমুল হাসান জিহাদ, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক ও মো. আতিকুর রহমান ।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে জাতীয় পার্টির মিজানুর রহমানের নামে অতীত ও বর্তমানের কোনো মামলা নেই।
বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে আট প্রার্থীর মধ্যে চারজন মামলা মুক্ত। এরা হলেন: আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক, জাকের পার্টির মো. আবুল হোসাইন, এনপিপির আব্দুল হান্নান সিকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে প্রার্থী ১১ জন। এদের মধ্যে ১০ জনের নামে কখনো মামলা হয়নি। এরা হলেন: জাতীয় পার্টির নাসরিন জাহান রত্মা, জাকের পার্টির মো. হুমায়ুন কবির সিকদার, তৃণমুল বিএনপির টি.এম. জহিরুল হক তুহিন, জাসদের মোহম্মদ মোহসীন, বাংলাদেশ কংগ্র্রেসের মো. মাইনুল ইসলাম, এনপিপি’র মো. মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু, রাজিব আহম্মদ তালুকদার, মো. শাহবাজ মিঞা ও মো. কামরুল ইসলাম খান- এ নয়জনের নামে অতীত ও বর্তমানে কোনো মামলা নেই।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন