Advertise top
নির্বাচন

জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম     আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

জাপার রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত
ruhul amin

পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির এমপি প্রার্থীর এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। কর বকেয়া থাকায় এই ব্যবস্থা।

 

বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা-৮ সার্কেল-১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকার কর বকেয়া রয়েছে বলে অভিযোগ রয়েছে। এজন্য তার মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এছাড়া  পটুয়াখালী-১ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ কংগ্রেসের নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

 

রবিবার, ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে, তারা সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 


 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal