Advertise top
রাজনীতি

আবারও ২ দিনের অবরোধ, হরতাল ঘোষণা বিএনপির

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম    

আবারও ২ দিনের অবরোধ, হরতাল ঘোষণা বিএনপির
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনে আবারও কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। মঙ্গলবার ছুটি দিয়ে অষ্টম দফায় আগামী বুধবার,২৯ নভেম্বর সকাল ৬টা থেকে বৃহস্পতিবার,৩০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

 

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ সোমবার,২৭ নভেম্বর এ ঘোষণা দেন।

 

 

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে আবার ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ পালন শেষে রবিবার ও সোমবার দুইদিনের অবরোধ পালন করছে দলটি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal