Advertise top
রাজনীতি

জনগণের ক্ষমতায়নের জন্য কখনো নির্বাচন হয়নি: খালেকুজ্জামান

বরিশাল নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম     আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

জনগণের ক্ষমতায়নের জন্য কখনো নির্বাচন হয়নি: খালেকুজ্জামান
বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনে আলোচনা সভা। ছবি: বরিশাল নিউজ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, স্বাধীনতার পর থেকে জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন হয়নি। এখন দেখা যায়, নির্বাচন যখন আসে তখন ক্ষমতাবান গোষ্ঠীর গদি রক্ষা এবং গদি দখলের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনেকটা চর দখলের লড়াইয়ের মত। এতে জনসাধারণ ভোগান্তির মধ্যে পড়ে। ফলে প্রতিটা নির্বাচন যখন আসে তখন গণতন্ত্র প্রতিষ্ঠা তো দূরে থাক, সেটা ক্রমাগত নিবার্সনে যেতে থাকে।

 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমরেড খালেকুজ্জামান এসব কথা বলেন।

 

এর আগে শনিবার সকাল সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির প্রথম সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

 

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal