বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ২২:১১
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর হরতালের পর আবার অবরোধের কর্মসূচি দিয়েছে। ষষ্ঠ দফায় আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার, ২০ নভেম্বর বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। আগামী কাল মঙ্গলবার ভোর ৬টায় হরতাল কর্মসূচি শেষ হবে।
রিজভী বলেন, বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩
Developed By NextBarisal
মন্তব্য লিখুন