বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারে রোহিত শর্মার আক্রমণাত্মক ইনিংসে তারা তুলেছিল ৮০ রান। রোহিত ও শ্রেয়াস ফেরার পর ১০ ওভারে রান অর্ধেরেও কমে নেমে যায়। ইনিংস বড় করতে পারেননি কেউ। শেষে এসেও কোনো ঝড় ওঠেনি। ভারত তাই ৫০ ওভারে অলআউট ২৪০ রানে।
আহমেদাবাদের ধীরগতির উইকেটে অস্ট্রেলিয়ান বোলাররা ছিলেন দুর্দান্ত। স্লোয়ার, কাটার—গতির বৈচিত্র, বাউন্সের বৈচিত্রর সঙ্গে রিভার্স সুইংয়ে ভারতের শক্তিশালি ব্যাটিং লাইনআপকে মোটেও গতি পেতে দেননি তাঁরা।
ফাইনালে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ
১-১০ ওভার, ৮০ রান, ২ উইকেট (গিল, রোহিত)
১১-২০ ওভার, ৩৫ রান, ১ উইকেট (শ্রেয়াস)
২১-৩০ ওভার, ৩৭ রান, ১ উইকেট (কোহলি)
৩০ ওভার শেষে ১৫২/৪।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন