বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:১১
বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়েছে আজ রবিবার ভোর ৬টা থেকে । সরকারের পদত্যাগ ও তফসিল ঘোষণার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপি গত বৃহস্পতিবার এই হরতাল ঘোষণা করে। তাদের এই হরতালে সমর্থন দিয়েছে জামায়াতসহ সমমনা আরো কয়েকটি দল। তবে এর আগের পাঁচ দফা অবরোধের মতো এবারের হরতালও তেমন প্রভার ফেলেনি জীবনযবত্রায়।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম এ কর্মসূচি সফল করতে সাংগঠনিক জেলার দলীয় নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। তাদের শান্তিপূর্ণভাবে সতর্ক থেকে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে দল দুটি। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ হরতালের আওতামুক্ত থাকবে।
এদিকে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সিলেট, রাজশাহী, হবিগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া ও গাজীপুরের কালিয়াকৈরেও মিছিল করেছে বিএনপি।
এর আগে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের পর একদিন হরতাল ও পাঁচ দফা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দল ও জামায়াতে ইসলামী।
(বরিশাল নিউজ/হাসান/১৯ নভেম্বর)
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩
Developed By NextBarisal
মন্তব্য লিখুন